Thursday, February 23rd, 2023, 8:02 pm

তাজিকিস্তানে ৬.৮ মাত্রার ভূমিকম্প

ফাইল ছবি

তাজিকিস্তানের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার ভোরে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, এটির কেন্দ্রস্থল তাজিকিস্তানের মুরঘোব থেকে ৬৭ কিলোমিটার (৪১ মাইল) পশ্চিমে এবং মাটির নিচে ২০ কিলোমিটার (১২ মাইল) ছিল।

পামির পর্বতমালায় কয়েক হাজার লোকের জনসংখ্যার জেলা রাজধানী মুগরব।

কাশগার প্রিফেকচার এবং চীনের জিনজিয়াংয়ের কিজিলসু কিরগিজ স্বায়ত্তশাসিত প্রিফেকচারের কিছু এলাকায় ভূমিকম্পটি দৃঢ়ভাবে অনুভূত হয়েছিল।

স্থানীয় তথ্য কর্মকর্তাদের বরাত দিয়ে রাষ্ট্রীয় মিডিয়া সিসিটিভি জানিয়েছে, এখনও পর্যন্ত কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং গভীরে ছিল ১০ কিলোমিটার (৬ মাইল)। বিভিন্ন সংস্থার পরিমাপ প্রায়ই ভিন্ন হয়।

—ইউএনবি