Wednesday, August 18th, 2021, 9:39 pm

রাজধানীর কেন্দ্রগুলোতে টিকা নিতে উপচেপড়া ভিড়

নিবন্ধন জটিলতার কারণে টিকা গ্রহণ কারিদের ভোগান্তি। ছবিটি বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ব বিদ্যালয় ডাক্তার ডরমেটরি থেকে তোলা।

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর কেন্দ্রগুলোতে আজো টিকা গ্রহীতাদের উপচেপড়া ভিড়। লোকজনকে গা ঘেঁষে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বেশির ভাগ কেন্দ্রে। টিকা নেয়ার জন্য ভোর পাঁচটা থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন তাদের অনেকেই।

রাজধানীর বক্ষব্যাধি হাসপাতাল কেন্দ্রে প্রতিদিন ছয় থেকে সাতশ মানুষকে টিকা দেয়া হচ্ছে। প্রথম ডোজ হিসেবে মডার্নার টিকা নিয়েছিলেন এমন অনেকেই নানা পার্শ্বপ্রতিক্রিয়ার কথা জানালেও দ্বিতীয় ডোজ নিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন তারা। রাজধানীর প্রতিটি কেন্দ্রে টিকা গ্রহীতাদের উপচেপড়া ভিড় থাকায় স্বাস্থ্যবিধি ছিল পুরোপুরি উপেক্ষিত।

নিবন্ধন জটিলতার কারণে টিকা গ্রহণ কারিদের ভোগান্তি। ছবিটি বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ব বিদ্যালয় ডাক্তার ডরমেটরি থেকে তোলা।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ২ কোটি ১৭ লাখের বেশি করোনা টিকা প্রয়োগ করা হয়েছে। আর টিকার আওতায় এসেছে এক কোটি ৯৬ লাখের বেশি মানুষ। প্রথম ডোজ নিয়েছেন এক কোটি ৫৭ লাখ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৯ লাখ ৩০ হাজার মানুষ। এ পর্যন্ত টিকার জন্য নিবন্ধনকারীর সংখ্যা ৩ কোটি ২৯ লাখ ৬৪ হাজার ৪৬৬ জন।