Sunday, February 26th, 2023, 7:48 pm

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, আহত ২

জয়পুরহাটের কালাইয়ে মোটরসাইকেল ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন এবং সাইকেল চালকসহ দুই জন আহত হয়েছেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জয়পুরহাট-বগুড়া মহাসড়কের ঠুসিগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহফুজার রহমান (৪১) উপজেলার পুনট ইউনিয়নের মাদাই গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে ।

আহতরা হলেন- নিহত মাহফুজারের ভাগ্নে আরিফুল (২৪) ও সাইকেল চালক মুকুল হোসেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর মুকুল হোসেনের অবস্থার অবনতি হলে তাকে শনিবার রাতেই সেখান থেকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মইনুদ্দিন এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল সন্ধ্যায় কালাই উপজেলার পুনট এলাকা থেকে দুজন মোটরসাইকেলে সদরের দিকে যাবার সময় ঠুসিগাড়ী মোড়ে একটি সাইকেলের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করিয়ে দেয়।

—-ইউএনবি