অনলাইন ডেস্ক :
সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে চিত্রনায়ক শাকিব খানের সম্পর্ক কেমন? মা শবনম বুবলী বলছেন, শেহজাদ তাঁর বাবার সঙ্গে সময় কাটাতে বেশি ইনজয় করে। বুবলী বাবা-ছেলের সম্পর্ক প্রসঙ্গে বলেছেন, ‘সন্তানের জন্য সে (শাকিব) সব সময় সময় বের করার চেষ্টা করে। শেহজাদের সঙ্গে সময় কাটানোর সময় সেও (শাকিব) তিন বছরের হয়ে যায়। বাবার সঙ্গে শেহজাদ ফুটবল খেলে, দাবা খেলে, গাড়িতে ঘুরতে বের হয়, লুকোচুরি খেলে। আমি যখন এগুলো দেখি, আমার মনে হয় দুটা বাচ্চাকে দেখছি। শেহজাদ তাঁর বাবার সঙ্গে সময় কাটাতে বেশি ইনজয় করে।’ সন্তান কার মতো হয়েছে এমন প্রশ্নে বুবলীর উত্তর, ‘শেহজাদ তাঁর বাবার মত। আমি গল্প শুনেছি… পরিবারের সবাই বলে একদম মাসুদের মত, বাড়িতে উনাকে সবাই মাসুদ ডাকে।’ শ্বশুর-শাশুড়ি অনেক ভাল মনের মানুষ বলেও অনুষ্ঠানে জানিয়েছেন বুবলী। শেহজাদ খান বীরের সাম্প্রতিক কর্মকা-ের গল্পে বুবলী জানিয়েছেন, ‘কার্টুন দেখার সময় অনেক সময় ইউটিউবে আমাদের মুভির গানগুলো চলে আসে তখন সে ড্যাডি-মাম্মি বলে উচ্ছ্বাস করে। তখন আমি তাঁকে মা বলবে বাবা বলবে।’

আরও পড়ুন
পরাণ-দামালের পর আবারও মিম-রাজ জুটি
লাইভে এসে বিয়ে ও ডিভোর্স নিয়ে যা বললেন প্রভা
বহুদিন পর জুটি হয়ে ওয়েব সিরিজে ফিরছেন অপূর্ব-বিন্দু