Friday, August 20th, 2021, 3:50 pm

আগামী তিনদিনের মধ্যে দেশ ছাড়বে আফগানিস্তান ক্রিকেট দল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

শ্রীলংকার মাটিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের খেলতে খুব শিগগিরই দেশ ছাড়বে আফগানিস্তান ক্রিকেট দল। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহি হামিদ শিনওয়ারি এ কথা জানিয়েছেন।
তালেবানরা দখলে নেয়ায় আফগানিস্তান ক্রিকেট নিয়ে সংশয় তৈরি হয়েছিলো। তবে সেই সংশয় দূর করলেন শিনওয়ারি।
তিনি জানান, পাকিস্তান সিরিজকে সামনে রেখে খুব শীঘ্রই দেশ ছাড়বে আফগানিস্তান ক্রিকেট দল। আসন্ন সিরিজকে সামনে রেখে কাবুলে প্রস্তুতিও নিচ্ছে পুরো দল।
ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে শিনওয়ারি বলেন, ‘পাকিস্তান-আফগানিস্তান সিরিজ হচ্ছে। আমাদের দেশে ক্রিকেট সংশ্লিষ্ট সবকিছুই চলছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য ক্রিকেট দল প্রস্তুতি নিচ্ছে। এই সফর নিশ্চিত। যত দ্রুত সম্ভব শ্রীলংকার উদ্দেশ্যে দেশ ছাড়বে দল। কাবুলে ছেলেরা একসাথে আছে এবং সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে।’
আগামী ৩ সেপ্টেম্বর থেকে হাম্বানটোটায় শুরু হবে সিরিজ। যা আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ।