অনলাইন ডেস্ক :
বাংলা চলচ্চিত্রের তারকা বুবলী ও শাকিব খানের ছেলে শেহজাদ খান বীরের জন্মদিনে একই ফ্রেমে দেখা যায় তাদের। দিনটি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন মা বুবলী। সঙ্গে বীরের জন্মদিনে তোলা ১৭টি ছবিও শেয়ার করেছেন। তিন পেরিয়ে চার বছরে পা রাখল শেহজাদ খান বীর। ২০২০ সালে ২১ মার্চ অভিনেত্রী বুবলীর কোল আলো করে আসেন বীর। বুধবার জন্মদিনে কেক কাটার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন বুবলী। ক্যাপশনে লিখেন,পরিবারের মূল্যবান মুহূর্ত। এর আগে মঙ্গলবার রাত ১২টার পরে ফেসবুকে তার একমাত্র ছেলে বীরের পুরনো একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান বুবলী। ছোট ছেলেকে শুভেচ্ছা জানাতে ভুল করেননি বাবা শাকিব খান। যেখানে দেখা যায় নায়িকা বুবলীর কোলে তার একমাত্র ছেলে বীর। একটু পাশেই বেশ হাসিমুখে দেখা যায় শাকিব খানকে। সঙ্গে ছিলেন শাকিবের বাবা-মা। ঢালিউড সুপারস্টার শাকিব খান দুই সন্তানের বাবা। বড় ছেলের নাম আব্রাহাম খান জয় এবং ছোট ছেলের নাম শেহজাদ খান বীর। সন্তানদের মা চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে সেভাবে এখন আর অভিনেতাকে দেখা যায় না। দুই নায়িকার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন থাকলেও সন্তানদের সঙ্গে প্রায়ই দেখা যায় শাকিবকে। মঙ্গলবার ছিল বীরের জন্মদিন।

আরও পড়ুন
‘সুলতানাস ড্রিম’ দেখা যাবে স্টার সিনেপ্লেক্সে
পরীমনি থেকে মুক্তি চান আসিফ, প্রশ্ন জেমস-শাকিবের কাছেও
ছবি প্রকাশ করে বিয়ের কথা স্বীকার করলেন জেফার ও রাফসান