Monday, March 27th, 2023, 9:14 pm

ঢাবি শিক্ষার্থীকে লাঞ্ছিত করার ঘটনায় ‘প্রলয় গ্যাংয়ের’ দুই সদস্য গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসিমউদ্দিন হলের সামনে শনিবার রাতে এক ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগে অভিযুক্ত প্রলয় গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার প্রলয় গ্যাংয়ের দুই সদস্য হলো-নৃবিজ্ঞান বিভাগের নাইমুর রহমান দুর্জয় ও আন্তর্জাতিক ব্যবসা বিভাগের ফয়সাল আহমেদ সাকিব।

এরা দুই জনেই ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ছাত্র।

শাহাবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ জানান, নিহতের মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার রাতে ওই দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এছাড়া ভুক্তভোগী জোবায়েরের মা সাদিয়া আফরোজ খান বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থীর বিরুদ্ধে শাহাবাগ থানায় অভিযোগ দায়ের করেছেন।

তিনি আরও বলেন, অভিযুক্তরা ‘প্রলয়’ নামে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ঢাবি ছাত্রদের দ্বারা গঠিত একটি দলের অন্তর্ভুক্ত।

এর সদস্যরা ক্যাম্পাসে বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যান ও শহীদ মিনার এলাকায় রাতে মাদক সেবন, চাঁদাবাজি ও বহিরাগতদের হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

—-ইউএনবি