রাজধানীর উত্তরার বিজিবি মার্কেটে আজ (সোমবার) সকাল ১১টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সকাল ১০টা ২৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় এবং বেলা ১১টা ১০ মিনিটে তা নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা লিমা খানম জানান, সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
উত্তরার বিজিবি মার্কেটে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
—ইউএনবি

আরও পড়ুন
এলপি গ্যাস ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার
জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষায় দায়মুক্তি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত: আসিফ নজরুল
রাজধানীতে পাইপলাইন লিকেজে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে নগরবাসী