অনলাইন ডেস্ক :
অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের মেয়ে ওলিজা মনোয়ার চলচ্চিত্র পরিচালক সমিতির পূর্ণাঙ্গ সদস্য পদ পেয়েছেন। বিষয়টি নিজেই জানিয়েছেন ওলিজা। পরিচালক সমিতির অফিশিয়াল চিঠি পেয়েছেন জানিয়ে অলিজা বলেন, ‘অবশেষে পরিচালক সমিতির চিঠি পেয়েছি। এটা আমাকে আনন্দিত করেছে, করেছে সম্মানিত। আপনারা দোয়া করবেন।’ বাবা ডিপজলকে নিয়ে ‘মেঘলা’ নামে একটি ভৌতিক ছবি নির্মাণ করেছিলেন তিনি। ওলিজা মনোয়ার ২০১৬ সালেই ঘোষণা দিয়েছিলেন পরিচালনায় আসবেন। ওলিজা মনোয়ার লন্ডনে বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছেন। এর বাইরেও তিনি ফিল্ম অ্যান্ড মিডিয়া এবং মেকআপ নিয়ে পড়াশোনা করেছেন। ঢাকায় ‘ওলিজা মনোয়ার লন্ডন মেকওভার স্টুডিও’ নামে তার একটি প্রতিষ্ঠান রয়েছে।

আরও পড়ুন
পরাণ-দামালের পর আবারও মিম-রাজ জুটি
লাইভে এসে বিয়ে ও ডিভোর্স নিয়ে যা বললেন প্রভা
বহুদিন পর জুটি হয়ে ওয়েব সিরিজে ফিরছেন অপূর্ব-বিন্দু