জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
কুলাউড়া প্রেসক্লাবের এক সভা ৩০ এপ্রিল রোববার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্টিত হয়।
কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম. শাকিল রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: খালেদ পারভেজ বখশের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও প্রেসক্লাব সদস্য, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, পৌর মেয়র ও প্রেসক্লাব সদস্য, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।
এ ছাড়াও প্রেসক্লাবের সাংগঠানিক বিষয়াদি নিয়ে আলোচনায় অংশগ্রহন করেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সুশীল সেনগুপ্ত, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রেসক্লাব সদস্য, সাপ্তাহিক হাকালুকি সম্পাদক মো: আব্দুল হান্নান, প্রেসক্লাব সদস্য এম. মছব্বির আলী, সাইদুল হাসান সিপন, আব্দুল কুদ্দুছ, তারেক হাসান, এইচ ডি রুবেল, জয়নাল আবদীন, আব্দুল করিম বাচ্চু, ইউসুফ আহমদ ইমন, রাসেল আহমদ ও সুমন আহমদ।
সভায় প্রেসক্লাবের কমিটি পুনর্গঠনের জন্য প্রেসক্লাব সদস্য অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আব্দুল হান্নানসহ ৩ সদস্য বিশিষ্ট কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে নতুন কমিটি উপস্থাপনের দায়িত্ব প্রদান করা হয়।
এছাড়াও সভায় আশরাফুল ইসলাম খান হিরো, মাহফুজ শাকিল, এম. আতিকুর রহমান আখই, উপাধ্যক্ষ জহিরুল ইসলাম, এম এ কাইয়ুম, সালাহ উদ্দিন, শাহবান রশীদ চৌধুরী অনি, হাবিবুর রহমান সুজন ও আকাশ আহমদসহ ৯জনকে প্রেসক্লাবের নতুন সদস্য হিসেবে অন্তুভূক্তি করা হয়।

আরও পড়ুন
জাতিসংঘ প্রতিনিধিদলের বাংলাদেশ সফর নির্বাচনের কারণে স্থগিত
২৬৮ আসনে এককভাবে লড়বে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন
ড. ইউনূসের সঙ্গে সাক্ষাতে সপরিবারে যমুনায় তারেক রহমান