Friday, May 5th, 2023, 10:23 am

মিঠাপুকুরে পুলিশের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর (মিঠাপুকুর) :

মিঠাপুকুরে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় মোঃ কামরুজ্জামান (পিপিএম-সেবা) এর বদলী জনিত বিদায় ও সহকারী পুলিশ সুপার (ডি- সার্কেল) পদে মোঃ আবু হাসান মিয়া দায়িত্বভার গ্রহণ উপলক্ষে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) মিঠাপুকুর প্রেসক্লাবের আয়োজনে রাত ৯ টায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন, কামরুজ্জামান স্যার কাজ পাগল মানুষ ছিলেন। স্যারকে বিদায় জানিয়ে হাসান স্যারকে স্বাগত জানাই।
এই সংবর্ধনা অনুষ্ঠানে নবাগত ডি সার্কেল হাসান মিয়া বলেন,আইনশৃঙ্খলা বিষয়ে আমরা একসাথে কাজ করে যাবো, সাংবাদিক পুলিশ একে অপরের পরিপূরক।উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন বলেন,বিদায়ী এএসপি কামরুজ্জামান খুবই কর্মদক্ষ মানুষ ছিলেন। মিঠাপুকুরের যত চাঞ্চল্যকর ঘটনা খুব কম সময়ে নিষ্পত্তি করেছেন।

বিদায়ী এএসপি কামরুজ্জামান বক্তব্যে বলেন, একটি এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে সাংবাদিকের ভূমিকা অনষিকার্য। আমরা অতিথি হিসেবে আসি আবার চলে যাই।
উক্ত অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি শেখ সাদী, সাধারণ সম্পাদক সবুজ আহমেদ সহ আজীবন সদস্য, ছাড়াও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।