Thursday, May 25th, 2023, 7:59 pm

প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’: রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক চাঁদ গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার জেলার হড়গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশ।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম।

তিনি বলেন, এ বিষয়ে পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত বলা হবে।

উল্লেখ্য, শুক্রবার (১৯ মে) বিকালে রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিএনপির জনসভায় রাজশাহী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে কয়েকটি মামলা করা হয়েছে।

—ইউএনবি