বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চারটি ফ্লাইটে ঢাকা থেকে ১ হাজার ৫৫০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
সোমবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, ২০২৩ সালের ২১ জুন থেকে এ বছর গতকাল পর্যন্ত মোট ৪০ হাজার ৩২০ জন হজযাত্রীকে সৌদি আরবে নিয়ে গেছে সংস্থাটি।
এতে আরও বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ বছর মোট ৬১ হাজার ১১১ জন হজযাত্রীকে সৌদি আরবে নিয়ে যাবে এবং এর প্রাক-হজ ফ্লাইট ২২ জুন শেষ হবে।
—ইউএনবি

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
মাদুরোর মতো পুতিনকে ধরে নিয়ে যাওয়ার হুমকি ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর