Wednesday, June 14th, 2023, 8:07 pm

নোয়াখালীতে বাসায় ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

নোয়াখালীর সদর উপজেলায় বাসায় ঢুকে মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার বেলা পৌনে ১১টার দিকে পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের গুপ্তাংকের বার্লিংটন মোড় সংলগ্ন একটি বাসায় ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- একই এলাকার ফজলে আজিম কচি মিয়ার স্ত্রী নূর নাহার বেগম (৪৫) ও তার স্কুল পড়ুয়া মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত মা ও মেয়েকে দুর্বৃত্তরা বাসায় ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থলে নূর নাহার বেগম মারা যান এবং মেয়েকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। নিহতদের পরিবার থেকে হত্যার কারণ জানা যায় নি।

স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বলে জানান তিনি।

—ইউএনবি