অনলাইন ডেস্ক :
আসন্ন লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলামে অবিক্রিত বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বুধবার (১৪ জুন) কলম্বোর সাং-রিলা হোটেলে নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে অংশগ্রহণকারী কোনো দলই আগ্রহ দেখায়নি তামিমের প্রতি। নিলামে তামিমের ভিত্তিমূল্য ছিল ৫০ হাজার ডলার। দ্বিতীয় নম্বরেই তোলা হয়েছিল তামিমের নাম। তবে কোনো দল তাকে পেতে আগ্রহ দেখায়নি। তামিম ছাড়াও অবিক্রিত থেকেছেন মুশফিকুর রহিম, লিটন দাস। নিলামে সুযোগ পেয়েছে ২৪ বাংলাদেশি ক্রিকেটার। এখনো পর্যন্ত অবিক্রিতদের তালিকায় আছেন সিকান্দার রাজা, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, কার্লোস ব্রাথওয়েটও।

আরও পড়ুন
ভারতে বিশ্বকাপ খেলার অনুরোধ আইসিসির, নিরাপত্তা শঙ্কায় প্রত্যাখ্যান বিসিবির
মুস্তাফিজ দলে থাকলে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়বে- আইসিসির চিঠি
বিকেএসপিতে ২০২৬ সালের খেলোয়াড় ভর্তির প্রাথমিক বাছাই পরীক্ষা সম্পন্ন