Wednesday, June 14th, 2023, 10:08 am

শ্রীবরদীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গড়জরিপা

জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী):

শেরপুরের শ্রীবরদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে গড়জরিপা ইউনিয়ন পরিষদ। ১৩ জুন মঙ্গলবার বিকাল সাড়ে চার টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে ওই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস, সহকারি কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল বাকিউল বারী, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান, বীরমুক্তি যোদ্ধা আব্দুল ছালেহ, গোশাইপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহজামাল ইসলাম আশিক, গড়জরিপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম,এ জলিল, কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ খান নুনসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক বৃন্দ। ফাইনাল খেলায় গড়জরিপা ইউনিয়ন পরিষদ বনাম কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদ অংশগ্রহণ করে। খেলায় গড়জরিপা ইউনিয়ন পরিষদ ২-১ গোলে চ্যাম্পিয়ন হয়।