রাঙামাটির রাজস্থলীর লংগাদুপাড়া এলাকা থেকে সোমবার অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে অপহৃত হওয়া তিন শ্রমিককে বুধবার রাতে উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধারকৃত শ্রমিকরা হলেন- সোহাগ (২০), রূপক (১৮) ও বিশ্বজিৎ (২২)।
জানা যায়, লাঙ্গাপাড়ায় রাজস্থলী-বাঙ্গালহালিয়া সড়কে দেওয়াল নির্মাণ করছেন ১৪ নম্বর শ্রমিকের দল। তারা রাস্তার পাশে লেবার সেডে থাকে।
সোমবার রাত ৮টার দিকে ওই তিনজন ছাড়া বাকি শ্রমিকেরা লেবার শেড থেকে বেরিয়ে যান। একপর্যায়ে ৫-৬ জন দুর্বৃত্ত শ্রমিক শেড থেকে অস্ত্রের মুখে তাদের অপহরণ করে।
তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর শুনে পুলিশ মঙ্গলবার ও বুধবার এলাকায় অভিযান চালিয়ে বুধবার রাতে তাদের উদ্ধার করে।
—-ইউএনবি

আরও পড়ুন
অব্যাহতি মেলেনি সালমান-আনিসুলের, বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের
টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ