অনলাইন ডেস্ক :
বার্সেলোনা শিবিরে এলো স্বস্তির খবর। লম্বা সময় পর দলে ফিরলেন প্রথম পছন্দের গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। লা লিগায় ঘরের মাঠে রোববার গেতাফের মুখোমুখি হবে বার্সেলোনা। কাম্প নউয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। ডিফেন্ডার অস্কার মিনগেসাকেও এই ম্যাচের দলে রেখেছেন কোচ রোনাল্ড কুমান। চোটের কারণে আগের মতোই দলে নেই জেরার্দ পিকে, উসমান দেম্বেলে, আনসু ফাতি ও ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় যোগ দেওয়া সের্হিও আগুয়েরো। গত সপ্তাহে বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখায় নিষিদ্ধ সেন্টার-ব্যাক এরিক গার্সিয়া। গত মে মাসে ডান হাঁটুতে অস্ত্রোপচার করান টের স্টেগেন। এরপর থেকেই ছিলেন তিনি মাঠের বাইরে। একারণেই জুন-জুলাইয়ে হওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে জার্মানির হয়ে খেলতে পারেননি এই গোলরক্ষক। নতুন মৌসুম শুরুর আগে বাম পায়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মিনগেসা। এরপর বার্সেলোনার হয়ে মাঠে নামা হয়নি তার। সেরে ওঠে এবার ফেরার অপেক্ষায় এই স্প্যানিশ ডিফেন্ডারও।

আরও পড়ুন
মুস্তাফিজ দলে থাকলে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়বে- আইসিসির চিঠি
বিকেএসপিতে ২০২৬ সালের খেলোয়াড় ভর্তির প্রাথমিক বাছাই পরীক্ষা সম্পন্ন
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালকের মন্তব্যে ক্রিকেটারদের ক্ষোভ