অনলাইন ডেস্ক :
আগামী সপ্তাহে আল হিলাল একজন বিশ্বখ্যাত তারকার সঙ্গে চুক্তির ঘোষণা দিতে যাচ্ছে। একজন জনপ্রিয় সৌদি আরবীয় সাংবাদিকের তথ্য অনুযায়ী, ‘বিশ্বব্যাপী আলোচনা তুলবে’ এই চুক্তি। তিনি ওই খেলোয়াড়ের নাম প্রকাশ না করলেও তার জাতীয়তা ব্রাজিলিয়ান উল্লেখ করেছেন। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ধারণা করা হচ্ছে, তিনি নেইমার ছাড়া আর কেউ নন। বেইন স্পোর্টসের খালেদ ওয়ালিদ টুইটে একই আভাস দিয়েছেন। তার মতে, এই খেলোয়াড়ের প্রতি আগ্রহ প্রকাশ করেছে বার্সেলোনাও। তাতে করে নেইমারকেই আল হিলালের পরের চুক্তি ধরা হচ্ছে।
সৌদি সাংবাদিক আহমেদ আল আজলান, যার টুইটারে ফলোয়ার প্রায় ৬ লাখ, শনিবার প্যান আরব চ্যানেল এমবিসি ১-এর এক অনুষ্ঠানে হাজির হয়ে এই সংবাদ জানান। আল আজলান বলেন, আল হিলাল একজন খেলোয়াড়কে চুক্তি করতে যাচ্ছে, ‘যিনি মৌসুমের বোমা হতে যাচ্ছেন ও বিশ্বের আলোচনায় আসছেন।’ তার মতে সম্প্রতি আল হিলাল, আল নাসর, আল ইত্তিহাদ ও আল আলহির নিয়ন্ত্রণ নেওয়া পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড চারটি ক্লাবেই তিন তারকা খেলোয়াড়দের আনতে বিনিয়োগ করবে। নেইমার সৌদি প্রো লিগে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ পিএসজি ভালো প্রস্তাব দিলে তাকে বেচে দিতে চায়। যদিও দুই পক্ষের চুক্তি আরও এক বছর বাকি।

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল