অনলাইন ডেস্ক :
গত মাসে ফ্রি এজেন্ট হিসেবে জুভেন্টাস ছেড়েছেন অ্যাঙ্গেল দি মারিয়া। তার পর থেকে আর্জেন্টাইন তারকাকে নিয়ে ছিল নানামুখী গুঞ্জন। শোনা যাচ্ছিল সৌদি আরবের কোনো ক্লাবেও যেতে পারেন তিনি। কিন্তু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা দ্বিতীয় মেয়াদে বেনফিকায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পর্তুগিজ ক্লাবটি তার যোগ দেওয়ার খবর নিশ্চিত করেছে। জুভেন্টাসে এক বছরের চুক্তিতে যোগ দিলেও ইটালিয়ান ক্লাবটিতে শিরোপা জিততে পারেননি। বরং হতাশা নিয়ে ক্লাব ছেড়েছেন। বেনফিকা বিবৃতিতে বলেছে, ‘দি মারিয়া বেনফিকার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।’
তবে বিস্তারিত কিছুই জানায়নি তারা। লিসবনের ক্লাবটিতে আগের মেয়াদে ২০০৭-১০ মৌসুম কাটিয়েছেন দি মারিয়া। তার পর রিয়াল মাদ্রিদে ৫ মৌসুম, ম্যানচেস্টার ইউনাইটেডে এক মৌসুম এবং পিএসজিতে ৫ মৌসুম কাটিয়েছেন।

আরও পড়ুন
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালকের মন্তব্যে ক্রিকেটারদের ক্ষোভ
প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিক মৃত্যুঞ্জয় চৌধুরীর
মুস্তাফিজের পেশাদারিত্বে মুগ্ধ মিকি আর্থার: ‘অসাধারণ খেলছে, অসম্ভব বিনয়ী’