অনলাইন ডেস্ক :
ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তার মধ্যে প্রাক মৌসুমের অনুশীলন করতে পিএসজিতে রিপোর্ট করলেন নেইমার। তাকে প্যারিস ক্লাব বিক্রি করে দেবে এমন গুঞ্জন চলছে কয়েক মাস ধরে। গত ফেব্রুয়ারিতে গোড়ালির ইনজুরি নিয়ে মাঠের বাইরে ব্রাজিলিয়ান তারকা। অস্ত্রোপচারও করা হয়েছে তার। পিএসজির প্রাক মৌসুমের অনুশীলন শুরু হয়েছে। প্রস্তুতির এই ধাপে অন্য খেলোয়াড়দের সঙ্গে ছিলেন নেইমারও।
পিএসজির প্রকাশিত এক ভিডিওতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে অনুশীলন মাঠে দেখা গেছে। আগামী ২৫ জুলাই আল নাসরের বিপক্ষে প্রীতি ম্যাচে দেখা যেতে পারে নেইমারকে। গত মৌসুমে লিগ ওয়ানে ১৩ গোল করেন তিনি। এখন দেখার পালা তিনি পিএসজি ছেড়ে চলে যান কি না। এখনও তার চুক্তির দুই বছর বাকি আছে। তার প্রতি ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির আগ্রহের কথা শোনা গেছে।

আরও পড়ুন
মুস্তাফিজ দলে থাকলে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়বে- আইসিসির চিঠি
বিকেএসপিতে ২০২৬ সালের খেলোয়াড় ভর্তির প্রাথমিক বাছাই পরীক্ষা সম্পন্ন
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালকের মন্তব্যে ক্রিকেটারদের ক্ষোভ