অনলাইন ডেস্ক :
মেক্সিকোর একটি পানশালা থেকে বের করে দেওয়া হয় এক ব্যক্তিকে যুবক। এতে ক্ষুব্ধ হয়ে ওই পানশালায় আগুন লাগিয়ে দেয় সে। এ ঘটনায় পুড়ে মারা গেছেন অন্তত ১১ জন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও চারজন। স্থানীয় সময় গত শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী সান লুইস রিও কলোরাডোতে ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নারীদের সঙ্গে বাজে ব্যবহার করায় তাকে বের করে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে মাতাল ওই ব্যক্তি পানশালায় একটি মোলোটভ ককটেল ছুড়ে মারে।
সান লুইস রিও কলোরাডোর মেয়র শনিবার বিকেলে এক টুইট বার্তায় বলেন, “পানশালায় আগুন দেওয়ার ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। আগুনে পুড়ে মারা যাওয়া ১১ জনের মধ্যে সাতজন পুরুষ ও চারজন নারী। আহত আরও চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।” রাজ্যের অ্যাটর্নি জেনারেলের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নিহত নারীদের মধ্যে একজন মার্কিন নাগরিক। সম্ভবত মেক্সিকোর দ্বৈত জাতীয়তা রয়েছে তার। গুস্তাভো রোমুলো সালাস নামের আরেক ভুক্তভোগীর বয়স মাত্র ১৭ বছর।

আরও পড়ুন
মাদুরোর মতো পুতিনকে ধরে নিয়ে যাওয়ার হুমকি ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর
আক্রান্ত হলে মার্কিন সামরিক লক্ষ্যবস্তু হামলার হুমকি ইরানের
ইরানজুড়ে সহিংস বিক্ষোভ, হাসপাতালে আহতের ঢল