অনলাইন ডেস্ক :
নাট্যনির্মাতা হিমেল আশরাফ তার প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করেছেন। এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত তার প্রথম সিনেমা ‘প্রিয়তমা’ মুক্তি পেয়েছে। তিনি এখন এ সিনেমার সাফল্যের জোয়ারে ভাসছেন। এ সিনেমা এখনো মহাসমারোহে দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে সগৌরবে চলছে। ‘প্রিয়তমা’ সিনেমার সাফল্যের জোয়ারের মাঝে নির্মাতা হিমেল আশরাফ তার নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন। সিনেমার নামও হিমেল জানিয়েছেন।
তার নতুন সিনেমার নাম হচ্ছে ‘রাজকুমার’। নির্মাণের পাশাপাশি এর কাহিনি ও চিত্রনাট্য এবং সংলাপ তিনি নিজেই লিখছেন। গত সোমবার হিমেল আশরাফ তার ফেসবুকে এ তথ্য জানিয়ে একটি পোস্ট দিয়েছেন। হিমেল আশরাফের প্রথম সিনেমায় অভিনয় করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও কলকাতার দর্শকপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল।

আরও পড়ুন
পরাণ-দামালের পর আবারও মিম-রাজ জুটি
লাইভে এসে বিয়ে ও ডিভোর্স নিয়ে যা বললেন প্রভা
বহুদিন পর জুটি হয়ে ওয়েব সিরিজে ফিরছেন অপূর্ব-বিন্দু