স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেছেন, আগামীকাল শুক্রবার (২৭ জুলাই) আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠের পরিবর্তে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে দলের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সমাবেশ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার আগারগাঁও-এ তিনি সাংবাদিকদের বলেন, ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাষ্ট্রপতির নির্ধারিত কর্মসূচি থাকায় পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণে সমাবেশ করা যাচ্ছে না।’
আজ বিকাল ৫টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগের কার্যালয়ে সমাবেশ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
গতকাল বুধবার (২৬ জুলাই) আওয়ামী লীগের তিনটি সহযোগী সংগঠন ঘোষণা দেয়, আগামীকাল শুক্রবার তাদের যুব সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিএনপি বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়ার পর এই সিদ্ধান্ত আসে।
—-ইউএনবি

আরও পড়ুন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের
হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর
বিএনপির ‘বিদ্রোহীরা’ প্রার্থিতা প্রত্যাহার না করলে সাংগঠনিক ব্যবস্থা: নজরুল ইসলাম খান