Sunday, July 30th, 2023, 8:01 pm

আগামী সপ্তাহে চমক নিয়ে আসছে জায়েদ খান

অনলাইন ডেস্ক :

এক মাসেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্র থেকে রোববার ভোর ৪টায় দেশে ফিরেছেন চিত্রনায়ক জায়েদ খান। নিজের জন্মদিনের দিন দেশে ফিরে বেশ খুশি এই সমালোচিত চিত্রনায়ক। জন্মদিনের শুভেচ্ছা জানানোর পর জায়েদ খান বলেন, ‘জন্মদিনে সবার ভালোবাসা পাচ্ছি। আগামী সপ্তাহে আমি আমার ভক্তদের একটি চমক দিব।’ তাহলে কি আগামী সপ্তাহে বিয়ে করেছেন জায়েদ খান। চমক প্রসঙ্গে প্রতিবেদকের এমন প্রশ্নে জায়েদের ভাষ্য, ‘হতেও পারে। চমক তো আগে বলে দিলে চমক থাকলো না, অপেক্ষা করতে হবে।’

২০০৮ সালে খ্যাতিমান নির্মাতা মহম্মদ হান্নান পরিচালিত ‘ভালোবাসা ভালোবাসা’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় নাম লেখান জায়েদ খান। সিনেমার পাশাপাশি তিনি বিজ্ঞাপনে মডেলিংও করেছেন।