অনলাইন ডেস্ক :
জনপ্রিয় দুই ব্যান্ড সোলস ও আর্টসেল এক সঙ্গে দেশের মঞ্চে একাধিকবার পারফর্ম করেছেন। এবার তারা অস্ট্রেলিয়ার মঞ্চেও এক সঙ্গে পারফর্ম করতে চলেছেন। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৬ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঞ্চলে অবস্থিত উইলিয়ামস্টোন টাউন হলে ‘মিউজিক্যাল নাইট’-এ পারফর্ম করবেন তারা। এ বিষয়ে সোলসের কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া জানান, ব্যান্ডের ৫০ বছর পূর্তি উপলক্ষে নতুন গান প্রকাশিত হয়েছে।
এর পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন আয়োজনে অংশ নিচ্ছেন তারা। এ সময় তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ার উইলিয়ামস্টোনে আয়োজিত ‘মিউজিক্যাল নাইট’ সোলস ছাড়াও জনপ্রিয় রক ব্যান্ড আর্টসেল থাকবে। এতে আয়োজনটি বেশ জমে উঠবে বলে আশা করেন তিনি।

আরও পড়ুন
পরাণ-দামালের পর আবারও মিম-রাজ জুটি
লাইভে এসে বিয়ে ও ডিভোর্স নিয়ে যা বললেন প্রভা
বহুদিন পর জুটি হয়ে ওয়েব সিরিজে ফিরছেন অপূর্ব-বিন্দু