Friday, August 4th, 2023, 8:01 pm

৫ ঘণ্টা পর বান্দরবান-থানচির যোগাযোগ স্বাভাবিক

অনলাইন ডেস্ক :

বান্দরবানের নীলগিরি এলাকায় ভূমিধসের কারণে পাঁচ ঘণ্টা পর বান্দরবান-থানচি সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। থানচি উপজেলার ইউএনও মো. আবুল মনসুর জানান, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যরা একটি বড় পাথর অপসারণ করেছে।

যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান থানচি উপজেলা ফায়ার স্টেশনের জ্যোতি বড়ুয়া। তিনি বলেন , সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে কিন্তু রাস্তায় মা‌টি জ‌মে থাকায় খুবই পি‌চ্ছিল। তাই মোটরসাইকেল খুব সাবধানে চালাতে হবে। রাস্তা পিচ্ছিল হওয়ায় চালকদের সাবধানে গাড়ি চালানোর অনুরোধ জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কমকর্তা।

ভোরে অতিবৃ‌ষ্টির কার‌ণে বান্দরবান-থানচি সড়কের নীলগিরি ও জীবন নগরের মাঝামাঝি এলাকায় সড়কের ওপর পাহাড় ধ‌সে অনেক বড় একটি পাথর পড়ে। এতে থানচির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। সকাল থেকে থানচি ফায়ার সার্ভিসের একটি দল ও সেনাবাহিনীর ১৬ ইসিবি যৌথভা‌বে চেষ্টা চা‌লি‌য়ে পাথর‌টি সরা‌লে সা‌ড়ে ১২টার পর সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।