অনলাইন ডেস্ক :
মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ‘হিপহপ’ নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে নেটিজেনরা নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। অনেকে তাকে নিয়ে সমালোচনা করছেন। ৫৮ বছর বয়সী কমলা হ্যারিস সম্প্রতি হিপহপ নাচের ৫০তম বার্ষিকী উদযাপনে হোয়াইট হাউজে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে তাকে গানের তালে তালে হিপহপ ডান্স করতে দেখা যায়।
কমলার নাচের ২২ সেকেন্ডের একটি ভিডিও এক্সে (টুইটার) শেয়ার করেছেন মার্কিন রাজনৈতিক ভাষ্যকার অ্যান্থনি ব্রায়ান লোগান। ভিডিওটিতে কমলাকে হিপহপ সুরের সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা যায়। ভিডিওটি অনলাইনে আসার পর ভাইরাল হয়। ভাইরাল ভিডিওতে কমলার ‘হিপহপ’ নাচের মুদ্রা দেখে অনেক নেটিজেন তাকে নিয়ে হাসিঠাট্টা, ব্যঙ্গবিদ্রƒপ করছেন। ভিডিওটি ইতোমধ্যেই ৪০ হাজারের বেশি মানুষ দেখেছেন। এ ছাড়া সেখানে প্রচুর কমেন্টও পড়েছে। বেশিরভাগ মানুষই সেখানে নেতিবাচক মন্তব্য করেছেন।

আরও পড়ুন
ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা–অসদাচরণ: রোগীর অভিযোগ, তদন্তের দাবি
প্রার্থীতা বাতিল নয় বিএনপির প্রার্থী কাজী রফিকের
সরকারকে বেকায়দায় ফেলতেই লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি: ফখরুল