Sunday, September 17th, 2023, 8:31 pm

ডেঙ্গুতে আরও ১৮ জনের মৃত্যু, আক্রান্ত ৩১২২

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে দেখা যায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে অনেক শিশু। ছবিাটি রোববার তোলা।

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে এবং চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২২ জনে।

রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩ হাজার ১২২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে দেখা যায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে অনেক শিশু। ছবিাটি রোববার তোলা।

আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪৯ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৭৩ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ১০ হাজার ৪৩৭ জন রোগী। এর মধ্যে ৪ হাজার ৬৬ জন ঢাকায় এবং ৬ হাজার ৩৭১ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৬৭ হাজার ৬৮৪ জন। অন্যদিকে, চিকিৎসা শেষে ১ লাখ ৫৬ হাজার ৪২৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

—-ইউএনবি