Monday, October 9th, 2023, 7:38 pm

ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগে খসড়া আইন মন্ত্রিসভায় অনুমোদন

ছবি: পি আই ডি

নির্বাচিত প্রতিনিধিদের পাঁচ বছরের মেয়াদ শেষ হলে ইউনিয়ন পরিষদে (ইউপি) প্রশাসক নিয়োগের বিধান রেখে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন, ২০১৩-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৯ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘খসড়া আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার পর সরকার ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ করতে পারবে।’

প্রস্তাবিত পরিবর্তনের ফলে একজন ইউপি চেয়ারম্যানের মেয়াদ শেষ হওয়ার পর তার আর পদে থাকার সুযোগ থাকবে না।

—-ইউএনবি