অনলাইন ডেস্ক :
ইংলিশ অধিনায়ক জস বাটলারের অনুরোধে অবসরে ভেঙে বিশ্বকাপ খেলতে এসেছিলেন বেন স্টোকস। তবে ইনজুরির কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে পারেননি এই অলরাউন্ডার। ধারনা করা হচ্ছিল মঙ্গলবার ধর্মশালায় বাংলাদেশের বিপক্ষে খেলতে পারেন স্টোকস। তবে এই ম্যাচেও তার খেলার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাটলার। সোমবার সংবাদ সম্মেলনে আসেন বাটলার। সেখানে স্টোকস প্রসঙ্গে তিনি বলেন, ‘সম্ভবত খেলবে (বাংলাদেশের বিপক্ষে) না। তবে তাকে নেটে ফিরতে দেখে ভালো লেগেছে। পূর্ণ ফিটনেস ফিরে পাচ্ছে।
তবে এদিন তার খেলার সম্ভাবনা নেই।’ ইংল্যান্ড বাংলাদেশকে নিয়ে চিন্তিত কিনা এমন প্রশ্নে বাটলার আরও বলেন, ‘না, একদমই না। তাদের বিপক্ষে দারুণ কিছু ম্যাচ ছিল আমাদের। তারা অনেক ভালো দল। আমরা সব প্রতিপক্ষকেই সম্মান করি যাদের বিপক্ষে খেলি। বিশ্বকাপের ম্যাচে আপনি কঠিন প্রতিপক্ষ ও সূচিই প্রত্যাশা করবেন।’

আরও পড়ুন
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালকের মন্তব্যে ক্রিকেটারদের ক্ষোভ
প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিক মৃত্যুঞ্জয় চৌধুরীর
মুস্তাফিজের পেশাদারিত্বে মুগ্ধ মিকি আর্থার: ‘অসাধারণ খেলছে, অসম্ভব বিনয়ী’