Wednesday, October 11th, 2023, 9:33 pm

গাজার ‘ভাই-বোন’-দের জন্য রিজওয়ানের সেঞ্চুরি উৎসর্গ

অনলাইন ডেস্ক :

আগের দিন রাতেই অসাধারণ এক ইনিংস খেলে পাকিস্তানকে জিতিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। সেঞ্চুরির আবেশ এখনো ঘিরে রেখেছে তাঁকে। ইনিংসটির মাহাত্ম্য নতুন করে অনুধাবন করেই হয়তো গত মঙ্গলবার দুপুরে সেই ইনিংসটি উৎসর্গ করে টুইটারে একটি পোস্ট দিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার। তা কাকে উৎসর্গ করেছেন তিনি?

এই মুহূর্তে ক্রিকেটের বাইরে বড় খবর ফিলিস্তিন-ইসরাইলি যুদ্ধ। যে যুদ্ধে প্রতিদিনই গাজায় প্রাণ হারাচ্ছে মানুষ। রিজওয়ানের অন্তর কাঁদছে সেই মানুষদের জন্য। টুইটারে উৎসর্গপত্রে তাই তিনি লিখেছেন, ‘এটা আমার গাজার ভাই-বোনদের জন্য।’ শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচ জয়ের জন্য একই পোস্টে কৃতিত্ব দিয়েছেন আব্দুল্লাহ শফিক এবং হাসান আলীকেও। পাশাপাশি কৃতজ্ঞতা জানিয়েছেন হায়দরাবাদের দর্শকদের। পাকিস্তান-শ্রীলঙ্কার এই ম্যাচে গ্যালারি ভরিয়ে তুলেছিলেন দর্শকরা। ভারতের এই সমর্থন রিজওয়ানদের জন্য যে বড় পাওয়া। টুইটার