নিজস্ব প্রতিনিধি :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতার। বৃহস্পতিবার (১৩ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় উপাচার্য বলেন, বছর ঘুরে আবারও আমাদের মাঝে ঈদুল ফিতর এসেছে। আমি সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ সাম্পদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ হিসেবে রোল মডেল। এদেশে ধর্মীয় উৎসবগুলোতে সকল ধর্মের মানুষ মিলেই উদযাপন করে। এমন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন বিশ্বে বিরল।
করোনাভাইরাস মহামারির মধ্যে সকলকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, গত বছরের মতো এ বছরও করোনা ভাইরাস মহামারী পরিস্থিতির ভেতরেই আমাদের ঈদ উদযাপন করতে হচ্ছে। অদৃশ্য এই ঘাতককে মোকাবেলা করতে আমাদের সকলকেই স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করতে হবে।

আরও পড়ুন
ঢাবির আওয়ামীপন্থি ৪ শিক্ষক ‘স্থায়ী বহিষ্কার’ হচ্ছেন
এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির চেয়ারম্যান নির্বাচিত হলেন কেএম মুজিবুল হক
পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে হঠাৎ পরীক্ষা স্থগিত করায় বিপাকে হাজারো পরীক্ষার্থীবৃন্দ