জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, ম্যান্ডেট না পাওয়া পর্যন্ত জাতিসংঘ বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে সম্পৃক্ত হবে না।
সোমবার (১৬ অক্টোবর) নিউইয়র্কে নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাতিসংঘ একটি ম্যান্ডেট না পাওয়া পর্যন্ত নির্বাচন পর্যবেক্ষণে সম্পৃক্ত হবে না।’
আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানিয়েছে বাংলাদেশ।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র আরও বলেন, তারা বাংলাদেশে একটি ‘অবাধ ও সুষ্ঠু’ নির্বাচন দেখতে চান এবং এমন একটি পরিবেশ দেখতে চান, যেখানে জনগণ যে পক্ষের বিরুদ্ধেই কথা বলুক না কেন, ‘প্রতিশোধের ভয় ছাড়াই’ কথা বলতে পারে।
—-ইউএনবি

আরও পড়ুন
১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি: আসিফ নজরুল
ঢাবির আওয়ামীপন্থি ৪ শিক্ষক ‘স্থায়ী বহিষ্কার’ হচ্ছেন
মিরপুর রোডে তিতাসের প্রধান ভালভ ফেটে গ্যাস সংকট, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা