অনলাইন ডেস্ক :
ইসরায়েলি দৈনিক মারিভে প্রকাশিত নতুন এক জনমত জরিপে দেখা গেছে, ৮০ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন, ৭ অক্টোবর হামাসের হামলার জন্য দেশটির ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দায় নেওয়া উচিত। সাধারণ মানুষের মাত্র ৮ শতাংশ মনে করেন তিনি (নেতানিয়াহু) এর জন্য দায়ী নন।
জরিপে আরও দেখা গেছে, গাজা উপত্যকায় স্থল আক্রমণকে দেশটির ৬৫ শতাংশ লোক সমর্থন করে। ২১ শতাংশ এর বিরোধিতা করে। বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য এটি ভালো বিষয় নয় উল্লেখ করে অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে আল-জাজিরার অ্যালান ফিশার বলেন, যদিও তিনি বিশ্বনেতাদের সাথে দেখা করে নিজেকে একজন বৈশ্বিক রাষ্ট্রনায়ক হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন, কিন্তু ইসরায়েলের জনগণ মনে করে নেতানিয়াহুর চলে যাওয়ার এখনই সময়।
জরিপ অনুযায়ী, ৫১ শতাংশ ইসরায়েলি লেবাননের সাথে সীমান্তের উত্তর দিকে বড় আকারের সামরিক অভিযানকে সমর্থন করে। প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং হলোকাস্ট সম্পর্কিত বিস্তৃত বিষয়ে গবেষণা করা প্রতিষ্ঠান লাজার ইন্সটিটিউট ১৮ ও ১৯ অক্টোবর ৫১০ জন উত্তরদাতার মধ্যে এই জরিপ পরিচালনা করে। তথ্যসূত্র: আল-জাজিরা

আরও পড়ুন
ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা–অসদাচরণ: রোগীর অভিযোগ, তদন্তের দাবি
প্রার্থীতা বাতিল নয় বিএনপির প্রার্থী কাজী রফিকের
সরকারকে বেকায়দায় ফেলতেই লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি: ফখরুল