কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্ধুর ‘গোধূলী এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।
ভৈরব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মোশাররফ হোসেন জানান, এ পর্যন্ত ২৩টি লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে কিশোরগঞ্জের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
মোশাররফ আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
—-ইউএনবি

আরও পড়ুন
বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প দল নেবে আইসিসি
নড়াইলের দু’টি আসনে প্রতীক বরাদ্দ
কমলগঞ্জে বরই চাষে সফল আজাদ, অনুসরণ করছেন যুবকরা