Wednesday, October 25th, 2023, 7:10 pm

কুড়িগ্রামে গাছে বৈদ্যুতিক তার পেঁচানো যুবকের লাশ উদ্ধার

কুড়িগ্রাম পৌর শহরের রিভার ভিউ স্কুল মোড়ে গাছে বৈদ্যুতিক তার গলায় পেঁচানো যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত গাডু মিয়া (৩৫) কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

বুধবার (২৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এম আর সাঈদ।

স্থানীয়রা জানান, হঠাৎ করেই গাছে শব্দ হয়। সেই শব্দ শুনেই লোকজন লাইট জ্বালিয়ে দেখতে পান গাছের ডালে বৈদ্যুতিক তার গলায় পেঁচানো এক যুবক ঝুলে আছে।

পরে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের একটি টিম এসে গাছ থেকে লাশ নিচে নামায়।

পরে তার পকেটে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় জানতে পায় সদর থানা পুলিশ।

এম আর সাঈদ বলেন, ধারণা করা হচ্ছে ওই যুবক গাছে উঠে আত্মহত্যা করেছে। নিহতের পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। তারা আসলে আরও কিছু জানা যাবে।

—-ইউএনবি