রাজধানীর মহাখালী এলাকায় বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকালে একটি বহুতল ভবনে আগুন লেগেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের উপসহকারী পরিচালক শাহজাহান সিকদার জানান, বিকাল ৫টার দিকে ১৪ তলা খাজা টাওয়ারের ১৩ তলায় আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
আরও চারটি ইউনিট অভিযানে যোগ দেবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।
—-ইউএনবি

আরও পড়ুন
বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প দল নেবে আইসিসি
নড়াইলের দু’টি আসনে প্রতীক বরাদ্দ
কমলগঞ্জে বরই চাষে সফল আজাদ, অনুসরণ করছেন যুবকরা