Sunday, October 29th, 2023, 7:28 pm

কনস্টেবল আমিরুল হত্যা: যুবদল কর্মীসহ গ্রেপ্তার ২

গাইবান্ধা জেলা এবং ঢাকার ডেমরা থেকে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম ওরফে পারভেজ হত্যার ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে।

শনিবার নয়াপল্টন ও আশপাশের এলাকায় সহিংসতার সময় কর্তব্যরত অবস্থায় বিএনপি কর্মীদের হামলায় কনস্টেবল আমিরুল নিহত হন।

রবিবার (২৯ অক্টোবর) ডিএমপির উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন জানিয়েছেন, তথ্যের ভিত্তিতে আজ ভোরে গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভার যুবদলের আহ্বায়ক শামীম রেজাকে গাইবান্ধা থেকে ও মো. সুলতানকে রাজধানীর ডেমরা থেকে গ্রেপ্তার করা হয়।

কনস্টেবল আমিরুল হত্যার ঘটনায় পল্টন থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

রবিবার সকালে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া জানান, শনিবার রাতে পুলিশ এ মামলা করেছে।

—-ইউএনবি