অনলাইন ডেস্ক :
রাজধানীর গুলশানে হামলা ও ভাঙচুরের মুখে পড়েছে নির্মাতা রেদওয়ান রনির গাড়ি। বুধবার রাতে পুলিশ প্লাজার কাছে এ ঘটনা ঘটে। এ সময় গাড়িতে ছিলেন না রনি। তবে তার বাবা-মা হাসপাতাল থেকে ফিরছিলেন। এ ঘটনার পর ফেসবুকে একটি স্ট্যাটাস দেন রেদওয়ান রনি। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘ভয়াবহ আতঙ্কিত! ভাঙচুর করা হলো গাড়িটা। একটু আগে আব্বু-আম্মু বারডেম হাসপাতাল থেকে বাসায় ফিরছিলেন। গুলশান পুলিশ প্লাজার সামনে ২০/৩০ জন হঠাৎ হামলা শুরু করে, গাড়ি ভাঙচুর করে। কয়েকটি গাড়িতে আগুনও দেয়।’
রেদওয়ান রনির বাবা-মা ভীষণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। তা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার বাবা-মা কোনোদিন এরকম আতঙ্কিত পরিস্থিতিতে পড়েন নাই। দেশের অবস্থা কতটুকু ভালো বা খারাপ সেই প্রশ্ন এখন করার মন মানসিকতা নাই। তবে একটা প্রশ্ন মাথা থেকে সরাতে পারছি না, সময় কি এতই খারাপ যে, অসুস্থ মানুষ হাসপাতালেও যেতে পারবে না?’ এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি ও অন্যান্য আইনি পদক্ষেপ নেওয়ার ব্যাপারে ভাবছেন বলেও জানিয়েছেন রনি।

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল