ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদ ভবনের টয়লেট থেকে দু’টি দেশীয় বোমা উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ভবনটির ১১০৬ নম্বর শ্রেণিকক্ষের টয়লেট থেকে এগুলোকে উদ্ধার করে।
কলা ভবনের গেটম্যান মো. আলী হোসেন জানান, সকাল ১০টার দিকে তিনি ওই দু’টি বোমার মতো বস্তু দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে প্রক্টর অফিসে খবর দেন।
সহকারী প্রক্টর অধ্যাপক হাসান ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
—-ইউএনবি

আরও পড়ুন
দক্ষিণ এশিয়ায় ৫ম, বিশ্বে ৭ম দুর্বল বাংলাদেশের পাসপোর্ট
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন গৌরব
সীমান্তে গুলিবিদ্ধ শিশু: মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব