Thursday, November 16th, 2023, 7:58 pm

বেবি বাম্পের ছবি প্রকাশ করলেন ঈশানা

অনলাইন ডেস্ক :

মা হবেন অভিনেত্রী ঈশানা খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেবি বাম্পের ছবি প্রকাশ করে তথ্যটি জানিয়েছেন নিজেই। প্রথমবারের মতো সন্তানের অপেক্ষায় ঈশানা-সারিফ চৌধুরী দম্পতি। তাঁরা দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিলেন ঈশানা। এরপর তাঁকে নিয়মিত দেখা গেছে টিভি পর্দায়। একের পর এক জনপ্রিয় সব নাটকে হাজির হয়েছেন। র‌্যাম্প মডেল হিসেবেও বেশ ভালো করছিলেন। মিডিয়ায় আসার এক দশক পর ২০১৯ সালে বিয়ে করেন, হয়েছেন অস্ট্রেলিয়াপ্রবাসী।

ঈশানা জানান, শিগগিরই মা হতে যাচ্ছেন তিনি। ঘরে আসবে নতুন অতিথি। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময় সাবধানে কাটাচ্ছেন। ঘরের বাইরের কাজকর্ম থেকেও অবসর নিয়েছেন। ঈশানা বলেন, ‘সময়টা উপভোগ করছি। আমি খুব ভালো একজন লাইফ পার্টনার পেয়েছি, সে খুব সাপোর্টিভ। তাই নতুন দেশে এসেও যেমন বেগ পেতে হয়নি, মা হওয়ার সময়ও সে সর্বক্ষেত্রে সার্বক্ষণিক আমার পাশে থাকে। নতুন সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে খুব একটা কষ্ট হচ্ছে না। তবে দেশের মানুষকে খুব মিস করি।’