Tuesday, November 21st, 2023, 7:42 pm

বেনাপোল থেকে ২১টি ককটেল উদ্ধার

যশোরের বেনাপোলে ২১ টি ককটেল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

সোমবার দিবাগত রাতে বেনাপোলের ভবেরবেড় গ্রামের একটি পুকুরের ঝোপ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

র‍্যাব-৬ এর মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন- যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামের একটি পুকুরের পশ্চিম পাশে ঝোপের মধ্যে বিপুল পরিমাণ ককটেল মজুদ রয়েছে।

তিনি আরও জানান, সংবাদ পেয়ে র‍্যাবের একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে একটি বালতি ভর্তি বিপুল পরিমাণ (২১ টি) ককটেল উদ্ধার করে।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে- উদ্ধার ককটেলগুলো দিয়ে যে কোনো বড় ধরনের নাশকতা তৈরির উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে সেখানে রাখা হয়। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

উদ্ধার ককটেলগুলো যশোরের বেনাপোল পোর্ট থানা ও কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

—-ইউএনবি