দিনাজপুরের কাহারোল উপজেলায় একটি ধান বোঝাই ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
রবিবার(২৬ নভেম্বর) মধ্যরাতে আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুকুল ইসলাম জানান, রবিবার রাত দেড়টার দিকে কাহারোল উপজেলার ৩ নম্বর মুকুন্দপুর ইউনিয়নের মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় ৪টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে গেছে।
এতে ট্রাকটির বেশ কিছু অংশ পুড়ে গেছে। তবে ট্রাকে থাকা ধানের বস্তা খোয়া যায়নি। ট্রাকটি হেফাজতে নিয়েছেন তারা।
ক্ষতিগ্রস্ত ট্রাক মালিকমামলা দায়েরর প্রক্রিয়া চালাচ্ছেন বলেও জানান ওই কর্মকর্তা।
—-ইউএনবি

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন