কিশোরগঞ্জের কুলিয়ারচরে সারভর্তি একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার দ্বাড়িয়াকান্দি সড়কের ফায়ার সার্ভিস অফিসের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৩টায় কুলিয়ারচর-দ্বাড়িয়াকান্দি সড়কের ফায়ার সার্ভিস অফিসের সামনে সারভর্তি একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের ছয়সুতী বাসস্ট্যান্ডের কাছে দুর্বৃত্তরা একটি পিকআপ ভ্যানে আগুন দেয়।
—-ইউএনবি

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন