বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জোট করায় দল ছাড়তে আগ্রহীদের জন্য আমজনতার দলের ‘দরজা খোলা’ রাখার ঘোষণা দিয়েছিলেন দলের সদস্য সচিব মো. তারেক রহমান। তবে সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই নিজ দলের সহসভাপতি সাধনা মহল পদত্যাগ করলেন।
রোববার রাতে (২৮ ডিসেম্বর) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আমজনতার দল ছাড়ার ঘোষণা দেন সাধনা মহল। যদিও তিনি পদত্যাগের নির্দিষ্ট কারণ উল্লেখ করেননি, তবে মন্তব্যের ঘরে দেওয়া কিছু বক্তব্যে ইঙ্গিত মিলেছে দলীয় সিদ্ধান্ত নিয়ে তার অসন্তোষের।
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম রোববার সন্ধ্যার পর সদ্য নিবন্ধন পাওয়া আমজনতার দলে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। এর পরপরই দলের সহসভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সাধনা মহল। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।
ফেসবুক পোস্টে সাধনা মহল লেখেন, “আমি আমজনতার দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তারেক ভাই এবং আমজনতার দলের জন্য দোয়া ও শুভকামনা রইলো। আশাকরি বড় ক্ষতি হয়ে যাবার আগেই ওনারা এই রাজনৈতিক ভুল পদক্ষেপ শোধরানোর সুযোগ পাবেন।”
এর আগে একই দিন আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান তার ফেসবুক পোস্টে লেখেন, জামায়াতে ইসলামীর জন্য যারা এনসিপি ছাড়ছেন, তাদের জন্য আমজনতার দলের দরজা খোলা থাকবে। তিনি দাবি করেন, তাদের দলের বিরুদ্ধে কোনো অর্থনৈতিক কেলেঙ্কারির অভিযোগ নেই এবং প্রয়োজন হলে জনতার কাছে ভিক্ষা করেও দল পরিচালনা করেছেন।
তিনি আরও লেখেন, “আমাদের রাজনৈতিক ইতিহাসে যুক্তি-তর্কের বিবাদ আছে, কিন্তু কোনো দুর্নীতি নেই। নির্বাচনের জন্য সহযোগিতা করব। আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের জন্য এই ছাড় আমরা দেব।”
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করেছে এনসিপি। এই সিদ্ধান্তের পর থেকেই দলটির ভেতরে ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে একাধিক নেতানেত্রী পদত্যাগের ঘোষণা দিয়েছেন, যার পরিপ্রেক্ষিতেই আমজনতার দলের পক্ষ থেকে ‘খোলা দরজা’ নীতির কথা জানানো হয়।
এনএনবাংলা/

আরও পড়ুন
রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা
নির্বাচন কমিশনকেও গণভোটের প্রচারে মাঠে নামতে হবে: উপদেষ্টা সাখাওয়াত
তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ