সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সমাধিতে ফাতেহা পাঠ ও ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তাঁর তিন নাতনিসহ পরিবারের স্বজনরা।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় শেরেবাংলা নগরে খালেদা জিয়ার কবর প্রাঙ্গণে আসেন তাঁর বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। খবর বাসস-এর।
সঙ্গে ছিলেন খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান এবং তাঁর দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান।
এছাড়া খালেদা জিয়ার মেজ বোন সেলিনা ইসলাম ও তাঁর স্বামী অধ্যাপক আমিনুল ইসলাম শ্রদ্ধা জানাতে আসেন। অধ্যাপক আমিনুল ইসলাম হুইল চেয়ারে বসে কবরের পাশে এসে শ্রদ্ধা জানান।
এছাড়া, খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারের পরিবারের সদস্য এবং বেগম জিয়ার দীর্ঘদিনের গৃহকর্মী ফাতেমা বেগমও এসেছেন।
শোকাতুর পরিবেশে পরিবারের সদস্যরা এবং খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান দাদির কবরের সামনে ফুলের তোড়া রেখে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ করেন।

এ সময় জাইমার পাশে জাহিয়া ও জাফিয়া রহমানও দাদির প্রতি শ্রদ্ধা জানান। পুরো সময় জুড়ে কবর প্রাঙ্গণে এক আবেগঘন ও নিস্তব্ধ পরিবেশ বিরাজ করছিল। এ সময় জাতীয়তাবাদী উলামা দলের সদস্যরা সেখানে কোরআন তেলাওয়াত করেন।
পরিবারের সদস্যদের উপস্থিতিকে কেন্দ্র করে কবর প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ওই সময়ে সাধারণ নেতাকর্মীদের কবর প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হয়নি।
পরিবারের সদস্যরা স্থান ত্যাগ করার পর সাধারণ মানুষের জন্য সমাধিটি উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর প্রিয় নেত্রীর সমাধিস্থলে বুকে কালো ব্যাজ ধারণ করা শোকার্ত নেতাকর্মীদের ঢল নামে।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। ৩১ ডিসেম্বর তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। নেত্রীর মৃত্যুতে বিএনপি বর্তমানে সাত দিনের শোক পালন করছে। এ উপলক্ষ্যে দলের সকল কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং কালো পতাকা উত্তোলন করা হয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক