Friday, November 14th, 2025, 4:47 pm

রাজধানী ও আশপাশে আইন-শৃঙ্খলা রক্ষায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

 

রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোতে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

তিনি জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকার পাশাপাশি নিকটবর্তী জেলাগুলোতেও বিজিবির অতিরিক্ত প্লাটুন মাঠে নামানো হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা পুলিশ ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রয়োজনে মোতায়েনকৃত প্লাটুনের সংখ্যা আরও বাড়ানো হতে পারে।

এনএনবাংলা/