রান ঢাকার চকবাজারের কামালবাগ এলাকায় প্লাস্টিক কারখানা থেকে আগুনে পুড়ে যাওয়া ছয়টি লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিস কর্মীরা এই লাশগুলো উদ্ধার করে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান শিকদার ইউএনবিকে বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর তারা ধ্বংসাবশেষ থেকে লাশগুলো উদ্ধার করেছেন।
তিনি আরও জানান, উদ্ধার অভিযান এখনও চলছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ওয়ারহাউস ইন্সপেক্টর (মিডিয়া সেল) আনোয়ারুল ইসলাম জানান, রাত ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিকভাবে উৎপত্তিস্থল জানা যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর ২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে আনোয়ারুল ইসলাম জানান।
—ইউএনবি
আরও পড়ুন
মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিক সিদ্দিকের স্ত্রী-মেয়ে
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও