January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 4th, 2022, 7:51 pm

অধিনায়কের তালিকায় মাহমুদউল্লাহ!

অনলাইন ডেস্ক :

জিম্বাবুয়ে সিরিজের আগে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাকে বিশ্রাম দেওয়া হয়েছে। নুরুল হাসান সোহানকে অধিনায়ক করে ঘোষণা করা হয় সফরের টি-টোয়েন্টি দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে জানা গিয়েছিল ‘নতুন’ টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম প্রায় চূড়ান্ত। কিন্তু বৃহস্পতিবার বোর্ড সভা শেষে বিস্মিত করার মতো তথ্য দিয়েছেন, বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। অধিনায়কের সংক্ষিপ্ত তালিকায় এখনও আছে মাহমুদউল্লাহ রিয়াদের নাম! ১৭ দিনের ব্যবধানে হুট করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। ধারণা করা হচ্ছিল, অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করা হবে এদিন। কিন্তু বোর্ড সভায় নাকি অধিনায়কত্ব নিয়ে কোনও আলোচনাই হয়নি। তবে বোর্ড প্রধান জানালেন, সাকিব-মাহমুদউল্লাহসহ বেশ কিছু নাম তাদের সংক্ষিপ্ত তালিকায় আছে। জিম্বাবুয়ে সিরিজ শেষেই নাকি নতুন করে টি-টোয়েন্টি অধিনায়কের নাম ঘোষণা করা হবে। বিসিবি প্রধান বলেছেন, ‘আগেইতো বলেছি সিরিজ শেষে আলোচনা হবে। টি-টোয়েন্টি আর ওয়ানডের খেলোয়াড় একই। দুই/তিনদিনের মধ্যেই দিয়ে দেওয়া হবে। এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। ইনফ্যাক্ট বৃহস্পতিবার (৪ঠা আগষ্ট) এটা নিয়ে আলাপ করতেও চেয়েছিল। আমি যেহেতু বাইরে চলে যাচ্ছি, বলে দিয়েছি সিদ্ধান্ত নিয়ে নিতে।’ তার পরেই বলেছেন, জিম্বাবুয়ে সিরিজ থেকে বাদ পড়া মাহমুদউল্লাহও আছেন অধিনায়কের সংক্ষিপ্ত তালিকায়, ‘অধিনায়কত্বের জন্য তিনটা নাম আছে। নাম যে নেই তা না, এর মধ্যে মাহমুদউল্লাহর নামও আছে। কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু বলা কঠিন। মাহমুদউল্লাহর নাম আছে, সাকিবের নাম নিশ্চিতভাবেই আছে; অস্বীকার করার কিছু নেই। এ ছাড়া লিটন দাস আর নতুন করে যোগ হচ্ছে সোহান। অনেকে মনে করছে সোহান ভবিষ্যতের অধিনায়ক। যাকেই করি তার সঙ্গে তো বসতে হবে আগে। সে হতে চায় কিনা সেটাও তো জানতে হবে। যে চারটি নাম বললাম, এদের মধ্যে একজন অলরেডি না করে দিয়েছে।’